মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক: জনপ্রশাসনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫৪, ১১ জুলাই ২০২৪  
আমরা চাই কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক: জনপ্রশাসনমন্ত্রী

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কোটার বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা জানান।

কোটা সংস্কার কমিশন গঠন করা হবে কি না, জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, সবকিছুই সম্ভব যদি এখানে আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয় আদালতে সমাধান হোক। এ সমাধানের পর যদি আরও কিছু আলোচনা করতে হয়, সেটি আলোচনা করার জন্য আমরা সব সময়...(প্রস্তুত)।

তিনি বলেন, দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

একইসঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়