মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৮, ৮ জুলাই ২০২৪  
হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: চলমান নানা ইস্যুতে হঠাৎ বৈঠক করেছেন সরকারের ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ সোমবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী সামছুন্নাহার চাঁপা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ বৈঠকে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন। বৈঠকটি দুপুর ২টা ১২ মিনিটে শেষ হয়।

রুদ্ধদ্বার বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। তবে ধারণা করা হচ্ছে কোটা আন্দোলনসহ চলমান নানা ইস্যু পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠক করছেন ওবায়দুল কাদের। আন্দোলনের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ ও আইনগত দিক নিয়ে আলোচনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়