মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:১২, ৮ জুলাই ২০২৪  
র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

আজ সোমাবার (৮ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বর্তমানে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে মুনীম তার দায়িত্ব নিতে পারেন। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।
 
অন্যদিকে বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে র‌্যাব-৮ এ বদলি করা হয়েছে। তাকে গত এপ্রিলে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়