মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৬, ২২ জুন ২০২৪  
রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : বিষধর সাপ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি বলব, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারে দংশনের যে ওষুধ, তা আমাদের হাসপাতালগুলোয় পর্যাপ্ত মজুত আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি, কোনো অবস্থায়ই অ্যান্টিভেনোমের ঘাটতি থাকা যাবে না।

গতকাল শনিবার সারাদেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। সময় বিভিন্ন এলাকায় সর্পদংশন রাসেলস ভাইপার নিয়ে কথা বলেন তিনি।

ডা. সামন্ত লাল বলেন, সাপের কামড়ের সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন উদ্বুদ্ধ করতে হবে।

পদ্মা মেঘনা পাড়ের কয়েকটি জেলায় সম্প্রতি চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

এরই মধ্যে কয়েকটি জেলায় সাপের কামড়ে মৃত্যুর খবর এসেছে। তাদের রাসেলস ভাইপার কামড় দিয়েছিল কি না, ওই সাপের কামড়ে এখন পর্যন্ত কত মৃত্যু হয়েছে বা কতজনকে কামড় দিয়েছেÑ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়