রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগ নেতা শাহরিয়ার রুমী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৫, ২৪ মার্চ ২০২১   আপডেট: ২১:০৭, ২৪ মার্চ ২০২১
আওয়ামী লীগ নেতা শাহরিয়ার রুমী মারা গেছেন

এমএম শাহরিয়ার রুমী। ছবি:সংগৃহীত

ঢাকা (২৪ মার্চ): বীর মুক্তিযোদ্ধা এমএম শাহরিয়ার রুমী মারা গেছেন (ইন্না... রাজিউন)। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ পরিষদের সদস্য ছিলেন। বুধবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্বাধীনতার অন্যতম সংগঠক মরহুম শামসুদ্দীন মোল্লার জেষ্ঠ্যপুত্র শাহরিয়ার রুমী স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার পরিবার জানিয়েছে, বুধবার বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতালে তার প্রথম জানাজা হবে। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগা মাঠে দ্বিতীয় এবং বাদ জোহর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে তৃতীয় জানাজা হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে

ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও জিএস রুমী ১৯৭৩ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন শাহরিয়ার রুমী। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি ক্রিড়াঙ্গনেও তার অবদান রয়েছে। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদপুর জেলা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, ফরিদপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা ট্রাক ডাইভার্স ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়