বাংলাদেশিরাই এমপি আনারের হত্যার সঙ্গে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে বাংলাদেশিরাই খুন করেছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (২২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
তিনি আরও বলেন, আনারকে হত্যার বিষয়ে অনেক তথ্যই আছে। তবে তদন্তের স্বার্থে কিছুই বলা যাচ্ছে না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তারপরই তার এই হত্যার ঘটনা ঘটেছে। খুনের মোটিভ জানার কাজ চলছে বলেও জানান তিনি।






















