রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

শবেবরাতের ছুটি ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩৩, ২৪ মার্চ ২০২১   আপডেট: ০২:৩৮, ২৪ মার্চ ২০২১
শবেবরাতের ছুটি ৩০ মার্চ

ছবি:সংগৃহীত

ঢাকা (২৩ মার্চ): দেশে পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ২৯ মার্চ। তবে শবেবরাতের ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার। আগে এই ছুটি ২৯ মার্চ নির্ধারণ করা হলেও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে অফিসের ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে।

উল্লেখ্য, বর্ষপঞ্জি অনুযায়ী চলতি বছরে ২৯ মার্চ শবেবরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হলে এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবেবরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়