বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

অস্ত্র ও মাদক মামলা ৫ দিনের রিমান্ডে ইরফান ও জাহিদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৭, ৮ নভেম্বর ২০২০  
অস্ত্র ও মাদক মামলা ৫ দিনের রিমান্ডে ইরফান ও জাহিদ

ইরফান সেলিমের বাসা থেকে উদ্ধার হওয়া অবৈধ বিদেশী পিস্তল (ফাইল ফটো)। ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(০৮ নভেম্বর): বরখাস্তকৃত কাউন্সিলর সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অস্ত্র ও মাদক মামলার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি শেষে তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মাদক মামলার শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত,গত ২৯ অক্টোবর ইরফান  সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।  আদালত শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়