রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

মৃদু তাপপ্রবাহ শেষে কালবৈশাখীর আভাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০২, ২৩ মার্চ ২০২১  
মৃদু তাপপ্রবাহ শেষে কালবৈশাখীর আভাস

ছবি: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা (২২ মার্চ): দেশের ১২ টি অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ চলছে। আরো দুই দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহের এলাকা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, চলমান তাপপ্রবাহ ২৫ মার্চ পর্যন্ত থাকতে পারে। ২৬ মার্চ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা কমবে। বিশেষ করে ২৭, ২৮, ২৯ মার্চ ভারী বৃষ্টিপাত ছাড়াও কালবৈশাখী হওয়ারও আশঙ্কা রয়েছে।

সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তা মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর হলে তীব্র তাপপ্রবাহ বলে গণ্য করা হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়