রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনের সিদ্ধান্ত হয়নি: তথ্য বিবরণী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪০, ২২ মার্চ ২০২১   আপডেট: ২৩:১৮, ২২ মার্চ ২০২১
লকডাউনের সিদ্ধান্ত হয়নি: তথ্য বিবরণী

ফাইল ফটো

ঢাকা (২২ মার্চ): লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সরকার। সারা দেশে লকাডাউন বা সাধারণ ছুটি নিয়ে সৃষ্ট নানামুখি গুজবের প্রেক্ষিতে সোমবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

তথ্য বিবরণীতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।

এতে বলা হয়, সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। 

তথ্য বিবরণীতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়