রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:১৬, ২২ মার্চ ২০২১   আপডেট: ১৯:২৭, ২২ মার্চ ২০২১
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

ছবি:আতিকউল্লাহ খান মাসুদ

ঢাকা (২২ মার্চ): দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকউল্লাহ খান মাসুদ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। 

বাদ জোহর ক্যান্টনমেন্টে জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ মরদেহ বারডেম হাসপাতালের মর্গে রাখা হবে। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়