রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন শেখ হাসিনা ও মাহিন্দা রাজাপাকস 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৩, ২০ মার্চ ২০২১  
দ্বিপক্ষীয় বৈঠকে বসলেন শেখ হাসিনা ও মাহিন্দা রাজাপাকস 

ছবি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকস

ঢাকা(২০ মার্চ): ঢাকায় সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে গণমাদ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। 

র্এ আগে মাহিন্দা রাজাপাকস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। 

দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তির মতো ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।

গত শুক্রকার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুদিনের সফরে ঢাকায় পৌঁছান। ওইদিন বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়