‘অতি মুনাফালোভীরা চাঁদাবাজদের চেয়েও ভয়ানক’
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: অতি মুনাফালোভীরা চাঁদাবাজদের চেয়েও ভয়ানক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যারা কম দামে পণ্য কিনে তিন গুণ দামে বিক্রি করছেন, তাদের দমনে তদারক সংস্থার সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনায় নাশকতার তথ্য মেলেনি বলেও জানান স্বরাষ্ট্র্রমন্ত্রী।
রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে শনিবার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এসব কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ যোগ দেন পুলিশ মহাপরিদর্শক।
পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, ঈদে সড়কে চাঁদাবাজি বন্ধে মাঠে থাকছে পুলিশের বিশেষ টিম। তবে, চাঁদাবাজদের চেয়ে বাজার সিন্ডিকেট বেশি ভয়ঙ্কর মনে করেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘কারওয়ান বাজারে যে জিনিসটা ২০ টাকা বিক্রি হচ্ছে, অল্প কিছুদূর নিয়েই তা ৪০ টাকা হয়ে যাচ্ছে। চাঁদাবাজদের চেয়ে বাজার সিন্ডিকেট বেশি ভয়ঙ্কর। চাঁদাবাজি যতটা ইফেক্ট করে এর চেয়ে বেশি ইফেক্ট হয় এই জিনিসটাতে। চাঁদাবাজির ব্যাপারে স্পেশাল পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’
এ সময় সাম্প্রতিক আগুনের ঘটনা নিয়েও কথা বলে মন্ত্রী। তিনি বলেন, এতে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। তবে, অগ্নিদুর্ঘটনা রোধে আরও সতর্ক হওয়ার তাগিদ তাঁর।
স্বরাষ্ট্র্রমন্ত্রী বলেন, ‘আমরা সবই খতিয়ে দেখছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রমাণ আসেনি যে এটা নাশকতা। আমরা যতগুলো দেখছি তা হঠাৎ করেই হচ্ছে।’
এসময় জামিনে থাকা বিএনপি নেতাদের হয়রানির অভিযোগ নাকচ করেন মন্ত্রী।