রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

দেশে আসছে মওদুদ আহমদের লাশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৯, ১৮ মার্চ ২০২১  
দেশে আসছে মওদুদ আহমদের লাশ

ছবি: ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা (১৮ মার্চ): সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লাশ আগামিকাল শুক্রবার সকালে শহিদ মিনারে রাখা হবে। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক উপ রাষ্ট্রপতি খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। আজ সিঙ্গাপুর থেকে তার লাশ দেশে আনা হবে। তার পরিবারে সদস্যরা মরদেহ নিয়ে বিকাল পৌনে ৬ টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ লাশ গ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।   

এতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৯ টায়  মওদুদ আহমেদের লাশ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে রাখা হবে। সকাল সাড়ে ১০ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে দ্বিতীয় জানাজা। আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তার তৃতীয় জানাজা হবে। বিকাল ৪ টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫ টায় মওদুদের কোম্পানীগঞ্জের বাসভবনের মানিকপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়