রোববার

১৬ নভেম্বর ২০২৫


২ অগ্রাহায়ণ ১৪৩২,

২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বেইলি রোডের আগুনে আ. লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:০৫, ১ মার্চ ২০২৪  
বেইলি রোডের আগুনে আ. লীগ নেতার মৃত্যু

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেষ্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬৬) মারা গেছেন। নিহত শামীমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

নিহতের আত্মীয় সাংবাদিক তারেক হাসান মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

সাংবাদিক তারেক হাসান জানান, আতাউর রহমান শামীম রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেষ্টুরেন্টে কফি খেতে গিয়েছিলেন।
অগ্নিকাণ্ডের সময় অতিরিক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে ওনার মৃত্যু হতে পারে।

তিনি আরো বলেন, নিহত আতাউর রহমান শামীমের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করেন। গত ৪ ফেব্রুয়ারি তার স্ত্রী ও এক কন্যা সন্তান দেশে ফিরেন। আগামী রোববার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল।
 
অ্যাডভোকেট আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও  কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের নৌকা নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়