১৭ থেকে ২৬ মার্চ প্রয়োজন ছাড়া বের না হওয়ার আহবান আইজিপির
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (ফাইল ছবি)
ঢাকা (১৫ মার্চ): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকার নাগরিকদের প্রয়োজন না হলে বাইরে বের না হওয়ার আহবান জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আগত বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অপ্রয়োজনে তিনি বাইরে বের না হওয়ার এ আহবান জানিয়েছেন।
সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, ব্রিটিশ ভারতে বাঙালিরা মেধায় অনন্য। ভারত উপমহাদেশে আসা চারটি নোবেলের তিনটিই পেয়েছে বাঙালিরা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরাত দিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষার্থী প্রেরণকারী দেশ। শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
শুধু সার্টিফিকেটের জন্য লেখাপড়া নয় উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, আমরা দেওয়াল পত্রিকায় লেখালেখি করতাম। তোমরা শুধু ফেসবুকে ব্যস্ত না থেকে পড়ালেখা করবে।
তিনি বলেন, ধর্মীয় চর্চা, রীতি-নীতি থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলবো, ধমীয় চর্চা অপরাধ থেকে দূরে রাখে। তোমরা মাদক থেকে দূরে থাকবে। কৌতূহলে মাদক নিলে নিজের এবং পরিবার ধ্বংস হয়ে যাবে।
বিদেশের মাটিতে অপপ্রচারের ব্যাপারে আইজিপি বলেন, বিদেশে গিয়ে এক শ্রেণির কুলাঙ্গার দেশের বদনামে লেগে যায়। তারা দেশ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে কী অর্জন করতে চায়। দেশকে যারা ছোট করে তারা কুলাঙ্গার।
অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন অ্যান্ড অপস) মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















