রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

সংসদ অধিবেশন বসছে ১ এপ্রিল 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০২, ১৫ মার্চ ২০২১   আপডেট: ২২:০২, ১৫ মার্চ ২০২১
সংসদ অধিবেশন বসছে ১ এপ্রিল 

ছবি: জাতীয় সংসদ ভবন

ঢাকা (১৫ মার্চ): একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে আগামি ১ এপ্রিল সকাল ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে ৬টি অধিবেশনের মতো এবারও অধিবেশন পরিচালনায় সতর্কতা অবলম্বনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। টিকা নেওয়ার পরও মন্ত্রী-এমপিদের সবার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক থাকছে। কারণ ইতিমধ্যে টিকা গ্রহণকারী সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর করোনায় মৃত্যু হয়েছে। অধিবেশনের প্রথম দিনে তার মৃত্যুর কারণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন মুলতবি করা হবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, সংসদের একটি অধিবেশন সমাপ্ত হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ২ ফেব্রুয়ারি সংসদের একাদশ অধিবেশ শেষ হয়। ১২ কার্যদিবসের ওই অধিবেশন শুরু হয়েছিল ১৮ জানুয়ারি। আগামি জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন বসবে। ফলে এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। এ অধিবেশন ৮ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়