রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: একরামুল করিম

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০৫, ১৪ মার্চ ২০২১   আপডেট: ০২:৫৯, ১৪ মার্চ ২০২১
কাদের মির্জার অভিযোগ ভিত্তিহীন: একরামুল করিম

ছবি: মোহাম্মদ একরামুল করিম চৌধুরী

ঢাকা (১৩ মার্চ): বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে নাকচ করেছেন নোয়াখালী-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

শনিবার বিকেলে একরাম চৌধুরী একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। 

একরামুল করিম বলেন, ‘আমাকে দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে ওনার (কাদের মির্জা) ব্যাপারে যেন একটা কথাও না বলি।’

আবদুল কাদের মির্জার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি ১০ তারিখে জাবেদের (জেলা আওয়ামী লীগ নেতা) মেয়ের বিয়েতে ছিলাম। ১১ তারিখ চট্টগ্রাম গেলাম আর ১২ তারিখ আমার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে ছিলাম।’

একরামুল করিম বলেন, ‘আজ আমি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছি। তাহলে আমি কীভাবে বাড়িতে বসে তার বিরুদ্ধে মিটিং করছি?’ 

এর আগে শনিবার বেলা ১১টায় কাদের মির্জা তার অনুসারী নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘নোয়াখালীর একরাম ও ফেনীর নিজাম হাজারীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে।’

কাদের মির্জা আরও বলেন, ‘শুক্রবার রাতে একরাম চৌধুরীর বাড়িতে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নির্দেশে তাকে হত্যা করার জন্য সেখানে বৈঠক করে। আমার এখানে (বসুরহাট) আবারও হামলা করার তারা একটা প্রক্রিয়া করছে।’

উল্লেখ্য, কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়