শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মওদুদের অবস্থার অবনতি 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৩, ৯ মার্চ ২০২১  
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মওদুদের অবস্থার অবনতি 

ছবি: ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা (০৯ মার্চ): সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে বিশ্বসেরা এই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রীর শরীরের অবস্থা হঠাৎ সোমবার অবনতি ঘটে।

শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার ফুঁসফুঁসে পানি জমেছে।  এছাড়া তিনি হার্টের সমস্যায় ভুগছেন। 

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় ২৯ ডিসেম্বর মওদুদ আহমেদকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তিনি সেখানে ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসা নেন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পড়ানো হয়। 

১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে ২ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে এলিজাবেথে চিকিৎসা নেন। হাসপাতালে সঙ্গে তার স্ত্রী হাসনা জসিমউদদীন রয়েছেন।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়