শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪২, ৮ মার্চ ২০২১  
বাংলাদেশে সৌদি বিনিয়োগের আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম (ফাইল ছবি)

ঢাকা (০৮ মার্চ): বাংলাদেশের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)র মাধ্যমে বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। এ জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করার কথাও বলেন। 

রবিবার রিয়াদে সৌদি পররাষ্ট্রপ্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহবান জানান। এর ফলে, বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের পথ আরও সুগম হবে। 

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রস্তাবের বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং বলেন, বাংলাদেশের মতো একটি গতিশীল অর্থনীতির দেশে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ বেশ তাৎপর্যপূর্ণ। তিনি আশা করেন শীঘ্রই পিপিপির এমওইইউ স্বাক্ষরের বিষয়টি সুরাহা হবে। 

বৈঠকে বাংলাদেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে নিয়মিত বাণিজ্য সংলাপের প্রতি গুরুত্বারোপ করেন। শাহরিয়ার আলম ঢাকায় সৌদি দূতাবাসে আবারো একজন কালচারাল অ্যাটাচে নিয়োগ দেয়ার জন্য অনুরোধ জানান। এ বিষয়টিও সৌদি পক্ষ বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

দুই প্রতিমন্ত্রী বৈঠকে অপেক্ষমান বিভিন্ন চুক্তি এবং এমওইউর বিষয়গুলো খতিয়ে দেখার ব্যাপারে একমত পোষণ করেন এবং বিষয়গুলো পররাষ্ট্র দফতরে আলোচনার ব্যাপারে সম্মত হন। 

তিনদিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানকারী শাহরিয়ার আলমের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনে বেশ আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রতিমন্ত্রী সেখানে দুপুরের খাবার খান এবং তাকে ভবনটি ঘুরে দেখানো হয়।  

শাহরিয়ার আলম সোমবার জেদ্দায় ওআইসি মহাসচিবের সঙ্গে তার অফিসে সাক্ষাত করে সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা করবেন বলে জানা গেছে।   
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়