শনিবার

১৩ সেপ্টেম্বর ২০২৫


২৯ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি: ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫১, ৮ মার্চ ২০২১  
জনগণের আস্থার প্রতিদান দিতে পারিনি: ইকবাল মাহমুদ

ছবি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ

ঢাকা (০৮ মার্চ): জনগণের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারিনি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, আমি চেষ্টা করেছি। কিন্তু একটা বার্তা দিতে পেরেছি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান হিসেবে তৎকালীন চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হন। তিনি দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসেবে আগামীকাল মঙ্গলবার তার মেয়াদ শেষ করবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়