শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আকাশতরী-শ্বেতবলাকার উদ্বোধন ১৪ মার্চ 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০২, ৬ মার্চ ২০২১  
আকাশতরী-শ্বেতবলাকার উদ্বোধন ১৪ মার্চ 

৩য় ড্যাশ- ৮ উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’

ঢাকা (০৬ মার্চ): আগামি ১৪ মার্চ বাংলাদেশ বিমান বহরে যুক্ত হচ্ছে নতুন আরো দুটি ড্যাশ-৮ ৪০০ মডেলের উড়োজাহাজ। আকাশতরী ও শ্বেতবলাকা নামের উড়োজাহাজ দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ শুক্রবার বিকেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সিরিজের আগের দুটির মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উড়োজাহাজেরও নাম রেখেছেন। তিনি এর নামকরণ করেছেন ‘শ্বেতবলাকা’। 

উড়োজাহাজটি গ্রহণের পর শুক্রবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত¡াবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও ঢেলে সাজানো হচ্ছে। বিমানের বহরকে আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি করা হয়েছে। তার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’ আজ দেশে এসেছে। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে তাঁর জন্মদিন উদযাপনের পূর্বে এই মার্চ মাসে উড়োজাহাজটি দেশে পৌঁছায় আমরা আনন্দিত। আশা করি আগামি ১৪ মার্চ প্রধানমন্ত্রী ‘আকাশ তরী’ ও ‘শ্বেতবলাকা’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এই ড্যাশ- ৮ উড়োজাহাজগুলো যুক্ত হওয়ার ফলে বিমান অভ্যন্তরীণ, স্বল্প দুরত্বের আন্তর্জাতিক রুট ও আঞ্চলিক রুট গুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরো উন্নত ইন-ফ্লাইট সেবা দেওয়া সম্ভব হবে। 

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে কেনা ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজের এটি ৩য় উড়োজাহাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’। নতুন কেনা তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি ‘ধ্রব তারা’ ২০২০ সালের ২৭ ডিসেম্বর বিমান বহরে যুক্ত হয় এবং দ্বিতীয় উড়োজাহাজ ‘আকাশ তরী’ ২৪ ফেব্রুয়ারি দেশে পৌঁছায়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়