শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সীমান্তে হত্যা দুঃখজনক: জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০১, ৪ মার্চ ২০২১   আপডেট: ২১:৩৬, ৪ মার্চ ২০২১
সীমান্তে হত্যা দুঃখজনক: জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ঢাকা (০৪ মার্চ): সীমান্ত হত্যা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, 'নো ক্রাইম নো ডেথ'। তবে সীমান্তে হত্যা দুঃখজনক।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. এস জয়শঙ্কর বলেন, 'আমাদের যৌথ উদ্দেশ্য সীমান্তে কোনো অপরাধ, মৃত্যু না হওয়া। আমি নিশ্চিত যে আমরা যদি এটি সঠিকভাবে অর্জন করতে পারি-তবে কোনো মৃত্যু হবে না- আমরা একসঙ্গে এই সমস্যাটিকে কার্যকরভাবে সমাধান করতে পারি।'

তিনি বলেন, দুই দেশ সমস্যাটি সম্পর্কে জানে এবং সমস্যাটি অপরাধের কারণে হয়। বৈঠকে দ্ুেদশই বিষয়টি নিয়ে আলোচনা করেছে বলে তিনি উল্লেখ করেন।

পানিবণ্টন ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের অবস্থান সম্পর্কে সকলেই জানেন এবং সেই অবস্থানের কোন পরিবর্তন হয়নি।

বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হওয়া বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

এর আগে সকালে জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান। ঢাকায় বিএএফ বঙ্গবন্ধু ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

দু’দশের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জয়শঙ্কর ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৈঠক করবেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়