শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

টঙ্গীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪১, ৪ মার্চ ২০২১  
টঙ্গীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ছবি: টঙ্গী-জয়দেবপুর শিল্পাঞ্চল বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ঢাকা (০৩ মার্চ): টঙ্গী-জয়দেবপুর শিল্পাঞ্চল বৃহস্পতিবার সারাদিন গ্যাস থাকবে না। টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক ভাবে গ্যাস লাইন বন্ধ রাখা হবে বলে বুধবার তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গী-জয়দেবপুর এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।

টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক এই গ্যাস বিভ্রাট হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবাহ বন্ধ থাকার পাশাপাশি এর সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়