শুক্রবার

১২ সেপ্টেম্বর ২০২৫


২৮ ভাদ্র ১৪৩২,

১৯ রবিউল আউয়াল ১৪৪৭

লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২২, ৪ মার্চ ২০২১   আপডেট: ০০:২৬, ৪ মার্চ ২০২১
লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচন ১১ এপ্রিল

গ্রাফিক্স: বিজনেসইনসাইডারবিডি

ঢাকা (০৩ মার্চ): সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার।

ইসি সচিব জানান, এ উপ-নির্বাচনের মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। তিনি বলেন, একই দিন ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘কুয়েতে ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্য নয়। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি হতে তার আসন শূন্য হয়েছে।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়