বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

পুনরায় নদী, খাল ও জলাশয় দখল উচ্ছেদ কার্যক্রম শুরু ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
পুনরায় নদী, খাল ও জলাশয় দখল উচ্ছেদ কার্যক্রম শুরু ৩১ মার্চ

ছবি: নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদে অনুষ্ঠিত বৈঠক

ঢাকা(২৩ ফেব্রুয়ারি): সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদে আগামী ৩১ মার্চ থেকে অভিযান করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। সে লক্ষ্যে মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে  সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। 

সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, একাধিক পর্যায়ে ২৩ হাজার ৮০২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি যা আমাদের সাফল্য। উদ্ধারকৃত জায়গায় পুনর্দখল রোধে খনন বা বৃক্ষরোপন বিবেচনা করা হবে। উচ্ছেদের কারণে মামলা হলে তা আইনগতভাবে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, ৬৪ জেলার ছোট নদী-খাল পুন:খনন’ প্রকল্প পরিচালক মো: আসাফুদ্দৌলাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫হাজার ৯৫ টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়। পুনরায় অবশিষ্ট ২১ হাজার ২৯৩ টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়