বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

ছবি: সংসদ সদস্য পদ হারানো লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল

ঢাকা(২২ ফেব্রুয়ারি): লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এর ফলে এই আসন শূণ্য হয়ে পড়বে। এ বিষয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সংসদ সচিবালয় সুত্রে এতথ্য জানা গেছে। 

সোমবার যে কোন সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, এর আগে বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ে স্পিকার সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেন। এসময় কুয়েত থেকে পাঠানো পাপুলের মামলার রায়ের কপি পর্যালোচনা করা হয়। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দন্ডিত হয়ে পদ হারানোর ঘটনা এটিই প্রথম।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়