বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে

ভারতের সেরাম ইনষ্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা টিকা (ফাইল ফাটো)

ঢাকা(২২ ফেব্রুয়ারি): ভারত থেকে আরো ২০ লাখ ডোজ টিকা আসছে। সোমবার রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইজেটের একটি ফ্লাইটে টিকা এই চালান দেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক সোমবার ২০ লাখ ডোজ টিকা আসার বিষয়টি বিজনেসইনসাইডারবিডি’কে নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে। পরে ২৫ জানুয়ারি চুক্তির আওতায় আসে ৫০ লাখ ডোজ টিকা।

এদিকে, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি মাসেই ৫০ লাখ ডোজ টিকা আসার কথা। এর মধ্যে সোমবার ২০ লাখ ডোজ টিকা এলেও বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে তা এখনো সংশ্লিষ্টরা কেউ জানাতে পারেননি। 

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার পর্যন্ত সরকারি হিসেবে ৩২ লাখ মানুষ টিকা নিতে নিবন্ধন করেছেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়