বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

টিকা নেওয়ার পরেও মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২২, ৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২১
টিকা নেওয়ার পরেও মাস্ক পরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ঢাকা(০৮ ফেব্রুয়ারি): করোনাভাইরাসের টিকা নেওয়ার পরেও সকলকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার  মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দেওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাস্ক ব্যবহার ও হাত ধোয়া অব্যাহত রাখার কথা বলেছেন। 

তিনি বলেন, করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে। এখন সাধারণ নাগরিক শ্রেণিতে নূন্যতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ধীরে ধীরে তরুণদের জন্য রেজিস্ট্রেশন ওপেন করে দিতে হবে। এছাড়া ফ্রন্টলাইনার যারা আছেন, তাদের ফ্যামিলির জন্যও ওপেন করে দিতে হবে। এছাড়া টিকা নিতে যারা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেননি তারা তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে সেখানেও নিবন্ধনের ব্যবস্থা করা হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়