বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

৪০ বছরের বেশি সবাইকে টিকাদানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২১
৪০ বছরের বেশি সবাইকে টিকাদানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

ঢাকা (০৮ ফেব্রুয়ারি): যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের সবাইকে এবং টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারের সদস্যদের কোভিড-১৯ টিকাদানের নির্দেশ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার তিনি মৌখিকভাবে এ নির্দেশ দেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন।

তথ্য কর্মকর্তা বলেন, বয়স ৪০-এর বেশি সব ব্যক্তি ও টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবার যেন কোভিড টিকা গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে রবিবার থেকে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচির শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। 

টিকাদানের প্রথম দিন রবিবার মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকাদান সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়