বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আগে টিকা নেওয়ায় সমালোচনার আশঙ্কা খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০০, ৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:০২, ৮ ফেব্রুয়ারি ২০২১
আগে টিকা নেওয়ায় সমালোচনার আশঙ্কা খাদ্যমন্ত্রীর

টিবি হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: পিআইডি

ঢাকা (০৮ ফেব্রুয়ারি): সাধারণ জনগণের আগে মন্ত্রী-এমপিরা কোভিড-১৯ টিকা নেওয়ায় অপপ্রচারের আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবর ইউএনবি।

খাদ্যমন্ত্রী বলেন, 'আমরা মন্ত্রীরা ভ্যাকসিন নিলাম। পরে যেন এই অপপ্রচারকারীরা আবার না বলে যে জনগণকে রেখে সরকারের মন্ত্রী-এমপিরা ভ্যাকসিন নিয়েছে আগে।'

শ্যামলীর টিবি হাসপাতালে টিকা নিয়ে খাম্যমন্ত্রী কিছু সময় অপেক্ষা করেন। এরপর জানান যে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো পরিবর্তন অনুভব করছেন না।

খাদ্যমন্ত্রী দাবি করেন, স্বাধীনতার সময় থেকেই দেশবিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। যখন টিকা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় তখন তারা বলেছিল টিকা এ দেশে আসবে না। কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষায় টিকা দেশে এসে পৌঁছেছে। এখন তারা টিকা নিয়ে নেতিবাচক অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি বলেন, 'এখনও পৃথিবীর অনেক দেশ করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।'

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।'

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়