বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

মায়ানমার থেকে চাল আমদানি স্থগিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২১
মায়ানমার থেকে চাল আমদানি স্থগিত

ফাইল ফটো

ঢাকা (০৩ ফেব্রুয়ারি): মায়ানমার থেকে চাল আমদানি সামযিক স্থগিত করা হয়েছে। বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সম্প্রতি পার্শ্ববর্তী দেশটিতে সামরিক অভ্যুত্থানের কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, মায়ানমার থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়টি অনুমোদন দেয়নি সংসদীয় কমিটি। 

বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম  মোস্তফা কামাল বলেন, মায়ানমারে ক্ষমতার পালাবদলের কারণে চাল আমদানি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, আমরা এখন মায়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 

জানা গেছে, সরকারে চাল আমদানি স্থগিত করার সিদ্ধান্ত মায়ানমারের সামরিক অভ্যুত্থানের প্রভাব হিসেবেই মনে করা হচ্ছে। সোমবার সেখানে সামরিক অভ্যুত্থানের পর অং সান সুচিসহ অন্যান্য বেসামরিক নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। 

প্রসঙ্গত, দেশের দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সম্পর্কের টানাপড়েন চলছে। ২০১৭ সালে সামরিক বাহিনীর অভিযানের হাত থেকে রেহাই পেতে এসব শরনার্থী দেশটি থেকে পালিয়ে আসে। সামরিক বাহিনীর এ অভিযানকে জাতিসংঘের তদন্তদল ‘ইচ্ছেকৃত গণহত্যা’ বলেও অভিহিত করেছে। যদিও মায়ানমার এ অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে আসছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়