বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আল জাজিরার প্রতিবেদনের কোন সত্যতা নেই: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২১  
আল জাজিরার প্রতিবেদনের কোন সত্যতা নেই: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ঢাকা (০৩ ফেব্রুয়ারি): কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনের কোন সত্যতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাস ভবন থেকে সমসাময়িক বিষয়ে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর বাসস।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক এবং অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করছে। সরকারেরও সমালোচনা করছে। দেশের এতো ‘ভাইব্রেন্ট এবং অ্যাকটিভ মিডিয়া’ যেখানে কোন ধরনের তথ্য পায়নি। সেখানে আল জাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।    

শেখ হাসিনার সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি গ্রহন করেছে। তিনি বলেন, বাংলাদেশের আইন নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে।
ওবায়দুল কাদের বলেন, কোন ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সঙ্গে যুক্ত করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্ন বিদ্ধ করে। এটি সঠিক সাংবাদিকতা নয়। 

প্রধানমন্ত্রীর সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, দেশে-বিদেশে বসে দেশ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার কোন কাজে আসবে না। এটি বরং বুমেরাং হবে। তিনি বলেন, জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময়ে এতো অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তাই প্রমাণ করে।

সেতুমন্ত্রী আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশ বিরোধী অপশক্তি এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধের আহবান জানান। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়