বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ আইএসপিআরের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৩:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২১
আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ আইএসপিআরের

ফাইল ফটো

ঢাকা (০২ ফেব্রুয়ারি): কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে সেনা সদর দফতর। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সাথে যুক্ত রয়েছে।

এতে আরো বলা হয়, প্রতিবেদনে ইসরায়েল থেকে মোবাইলে নজরদারি প্রযুক্তি কেনার যে তথ্য দেয়া হয়েছে, তা পুরোপুরি ভুল। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের একটি শান্তিরক্ষী মিশনের জন্য হাঙ্গেরি থেকে এ প্রযুক্তি কেনা হয়েছে।

এর আগে, আল জাজিরার প্রতিবেদনকে ‘অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উগ্রবাদি জামাতে ইসলামী সংশ্লিষ্ট দুষ্টচক্র এটি করিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়