সোমবার

২০ মে ২০২৪


৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

১২ জ্বিলকদ ১৪৪৫

পদ্মা সেতুর সোয়া ৫ কিলোমিটার দৃশ্যমান 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৩, ৩১ অক্টোবর ২০২০  
পদ্মা সেতুর সোয়া ৫ কিলোমিটার দৃশ্যমান 

ছবি: বিজনেস ইনসাইডার

মুন্সীগঞ্জ(৩১ অক্টোবর): দেশের অন্যতম বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর সোয়া ৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে  ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৫তম ‘টু-বি’ স্প্যান।  

এর ফলে আর মাত্র ৬টি স্প্যান বসানো বাকি আছে। ৩৪তম স্প্যান বসানোর ৭ দিনের মাথায় বসানো হলো এই স্প্যানটি।

শনিবার দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে স্প্যান বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।

এর আগে সকাল ৯টা ২৫মিনিটের  দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি  থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওয়ানা দেয়। প্রায় ৩২মিনিট পর কাঙ্খিত পিলারের কাছে পৌঁছে ৩ হাজার ৬০০ টন সক্ষমতার এই ক্রেনটি। 

নাব্যতা সংকটের কারণে শুক্রবার (৩০ অক্টোবর) স্প্যানটি বসানো সম্ভব হয়নি। ভাসমান ক্রেনটির অবস্থান করার জন্য পর্যাপ্ত গভীরতা ছিলো  না  নির্ধারিত পিলারের কাছে।  তাই শুক্রবার ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করা হয়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়