মঙ্গলবার

০৯ সেপ্টেম্বর ২০২৫


২৫ ভাদ্র ১৪৩২,

১৬ রবিউল আউয়াল ১৪৪৭

অনলাইন বইমেলা বই পড়ার অভ্যাস গড়তে সহায়ক হবে: হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:০৩, ১ ফেব্রুয়ারি ২০২১
অনলাইন বইমেলা বই পড়ার অভ্যাস গড়তে সহায়ক হবে: হাছান মাহমুদ

সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: পিআইডি

ঢাকা (৩১ জানুয়ারি): অনলাইন বইমেলা শিশু-কিশোর-তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে বইঅনলাইনবিডিডটকম (boionlinebd.com) আয়োজিত ১ থেকে ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী মেলা উদ্বোধন করে তিনি এ কথা বলেন। আয়োজক সংস্থার কর্ণধার রবীন আহসান এসময় শুভেচ্ছা বক্তব্য দেন।

বিশ্বব্যাপী করোনা মহামারির প্রেক্ষাপটে অনলাইন বই মেলা আয়োজনে উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়িত হওয়ার ফলেই আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বই মেলা আয়োজন সম্ভব হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সমগ্র বিশ্ব মহামারিতে থমকে গেলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেমে থাকেনি, বিশ্বের মাত্র ২২টি দেশ যারা ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে, তাদের মধ্যে আমরা ৩য় স্থান অধিকার করেছি।

তথ্যমন্ত্রী বলেন, শিশু-কিশোর-তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ বইমেলা সহায়ক হবে এবং মানুষের মাঝে দেশাত্মবোধ- মমত্ববোধ জাগ্রত করতে এবং নিজেদের বীরত্বগাঁথাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভূমিকা রাখবে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়