সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৫ রবিউল আউয়াল ১৪৪৭

প্রথম টিকা গ্রহণকারী রুনুকে সম্মানিত করল ইউনাইটেড হাসপাতাল

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৩, ৩১ জানুয়ারি ২০২১  
প্রথম টিকা গ্রহণকারী রুনুকে সম্মানিত করল ইউনাইটেড হাসপাতাল

ছবি: ইউনাইটেড হাসপাতাল

ঢাকা (৩০ জানুয়ারি): প্রথম করোনা টিকা গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনাকারী সেবিকাররুনু ভেরনিকা কস্তাকে সম্মানিত করল ইউনাইটেড হাসপাতাল। দেশের উন্নয়নে এমন পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। আজ শনিবার ইউনাইটেড হাসপাতালের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ ফাইজুর রহমান ফুল ও উপহার দিয়ে রুনুকে অভিনন্দন জানান। তিনি রুনুর এ সাহসী প্রতিশ্রুতির প্রশংসা করেন এবং তার বর্তমান কর্মস্থলেও পেশাদারিত্বের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেন। রুনু বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত আছেন।

ইউনাইটেড হাসপাতালেই প্রথম কর্মজীবন শুরু করেছিলেন রুনু। অনুষ্ঠানে এ হাসপাতালে তার কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পরেন তিনি। দেশের উন্নয়নে অংশগ্রহণ করার মত তার যোগ্য হয়ে গড়ে উঠার পেছনে হাসপাতালটির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

রুনুর শিক্ষাগুরু ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক সার্জারির চিফ কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর কবির ও কারডিয়াক এনেস্থেসিয়ার সিনিয়র কনসালটেন্ট ডা. শহীদ আহমেদ চৌধুরীও  কাজের প্রতি তার নিষ্ঠার কথা তুলে ধরে বক্তব্য দেন । এছাড়া অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভলপমেন্ট এর পরিচালক ডাক্তার শাগুফা আনোয়ার।

অনুষ্ঠানে হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তা, ডাক্তার, নার্স এবং অন্যান্য বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়