সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৫ রবিউল আউয়াল ১৪৪৭

পঞ্চম ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৯, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:৪৫, ৩১ জানুয়ারি ২০২১
পঞ্চম ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (৩০ জানুয়ারি): আওয়ামী লীগ পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ৩১ পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। শনিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। খবর ইউএনবি।

এ সভায় চারটি উপজেলা এবং তিনটি ইউনিয়ন পরিষদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। উপজেলা চারটি হচ্ছে, রাজশাহীর পবা, ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী ও কুমিল্লার দেবিদ্বার। আর তিন ইউনিয়ন পরিষদ হচ্ছে, পটুয়াখালীর ডাবলুগঞ্জ, ফরিদপুরের গেরদা এবং লক্ষ¥ীপুরের মডেল ইউনিয়ন।  

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চমধাপে ৩১ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ২০২০ সালের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪, ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০ এবং আজ ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। চতুর্থধাপে ৫৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়