সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৪ রবিউল আউয়াল ১৪৪৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৮, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:২৬, ৩০ জানুয়ারি ২০২১
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রধানমন্ত্রীর পক্ষে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ জানুয়ারি): ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এ ফল ঘোষণা করেন। খবর ইউএনবি।

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

করোনভাইরাসের কারণে সৃষ্ট মহামারিকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে এবারের ফলাফল ঘোষণা করা হলো। পরীক্ষা না দিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে প্রায় পৌনে ১৪ লাখ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটল।

শিক্ষা মন্ত্রণালয়ারের জনসংযোগ কর্মকর্তা এ এ খায়ের এর  আগে জানিয়েছেন, ফলাফল জানতে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ। এবারের ফলাফল কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যাবে না। এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষাকেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানে কোন ফল পাঠানো হবে না। তাই কোন অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। অনলাইনে http://www.educationboardresults.gov.bd/ থেকে এ ফলাফল জানা যাবে। এর পাশপাশি ফোনেও এ ফল  পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে আগেই রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য HSC< > Board name (First 3 letters) <>  Roll <> 2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

এছাড়া সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই এইচএসসি, কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাশ করা হয়।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়