সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৫৭, ২৯ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:১১, ২৯ জানুয়ারি ২০২১
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকা (২৯ জানুয়ারি): শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা  এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড নাইনটিন মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট  সকল পক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রসঙ্গত, বাংলাদেশে ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।  

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়