সোমবার

০৮ সেপ্টেম্বর ২০২৫


২৪ ভাদ্র ১৪৩২,

১৪ রবিউল আউয়াল ১৪৪৭

কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:২৪, ২৯ জানুয়ারি ২০২১   আপডেট: ০৪:২৫, ২৯ জানুয়ারি ২০২১
কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

শহিদ ইসলাম পাপুল। ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ জানুয়ারি): অর্থ ও মানবপাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল জরিমানা করা হয়েছে বলে বৃহস্পতিবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

রিপোর্টে বলা হয়েছে, কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল-ওসমান পাপুলের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন। এর আগে, পাপুলের মামলার শুনানির দিন ২৮ জানুয়ারি নির্ধারণ করেছিল কুয়েতের ফৌজদারি আদালত। বৃহস্পতিবার পাপুলের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর শুনানি শেষে সাজা ঘোষণা করেন আদালতের বিচারক।

এদিকে আল কাবাসের খবরে বলা হয়েছে, অর্থ ও মানবপাচারের মামলায় পাপলুকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে পাপুলের কাজে সহায়তাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে পাপুলসহ দণ্ডিতদের প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেয়া হয়েছে।

গত বছরের ৬ জুন শহিদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তার বিরুদ্ধে ওই কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি সেখানকার কারাগারে আছেন। পাপুল আন্তর্জাতিক প্রতিষ্ঠান মারাফিয়া কুয়েতিয়ার চেয়ারম্যান। ইতিমধ্যে কুয়েত সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত এবং অবৈধ লেনদেন ও মানবপাচারের অভিযোগে ১৩৮ কোটি টাকা জব্দ করেছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়