রোববার

০৭ সেপ্টেম্বর ২০২৫


২৩ ভাদ্র ১৪৩২,

১৩ রবিউল আউয়াল ১৪৪৭

এইচএসসি ও সমমানের ফল রবিবার প্রকাশ হতে পারে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৪৪, ২৮ জানুয়ারি ২০২১
এইচএসসি ও সমমানের ফল রবিবার প্রকাশ হতে পারে

ফাইল ছবি

ঢাকা (২৮ জানুয়ারি): ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রবিবার ঘোষণা করা হতে পারে। পরীক্ষা ছাড়া ফল ঘোষণার আইনি বাধা কেটে যাওয়ায় এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ফলাফল হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার (৩০ জানুয়ারি) বা রবিবার (৩১ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে রবিবার ফল প্রকাশ করা হবে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শনিবার (৩০ জানুয়ারি) বা রবিবার (৩১ জানুয়ারি) সময় দিতে পারবেন। এদিকে বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছি। এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই চলতি মাসে ফল প্রকাশ করা হবে। আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়ে আবেদন করেছি।

 করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে সরকার।

এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক নয়টি সাধারণ বোর্ডের সঙ্গে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এ ক্ষমতা দেয় সরকার।

গেজেটে বলা হয়েছে, চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত কারণে ২০২০ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়