রোববার

০৭ সেপ্টেম্বর ২০২৫


২৩ ভাদ্র ১৪৩২,

১৩ রবিউল আউয়াল ১৪৪৭

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৯৬৪ জন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৪, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:২০, ২৮ জানুয়ারি ২০২১
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৯৬৪ জন

ফাইল ছবি

ঢাকা (২৭ জানুয়ারি): ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এখন মৌখিক পরীক্ষায় অংশ দেবেন। প্রায় এক বছর পর এই ফল প্রকাশ করলো পিএসসি। ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ২০ হাজার ২৭৭ জনকে যোগ্য ঘোষণা করা হয়েছিল। এই বিসিএসের প্রিলিমিনারির জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন পরীক্ষায় অংশ নেন।

প্রথম শ্রেণির সরকারি চাকরিতে এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। পরে ২০১৯ সালের মে মাসে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

২০২০ সালের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়