বৃহস্পতিবার

০৪ সেপ্টেম্বর ২০২৫


২০ ভাদ্র ১৪৩২,

১১ রবিউল আউয়াল ১৪৪৭

অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০১, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ০২:০১, ২৬ জানুয়ারি ২০২১
অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ 

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৫ জানুয়ারি): অমর একুশে গ্রন্থমেলা আগামি ১৮ মার্চ থেকে শুরু হবে। তবে কতদিন চলবে সেটি এখনো ঠিক হয়নি। এটা প্রকাশকদের সঙ্গে আলোচনা করে নির্ধারন করা হবে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

সোমবার সচিবালয়ের তিনি সাংবাদিকদের জানান,  মহামারি করোনার কারণে বইমেলা পিছিয়ে দেওয়ার পর তিনটি সম্ভাব্য তারিখ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। এর মধ্য ছিল ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ। এর মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৮ মার্চ মেলা শুরুর ব্যাপারে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। সে অনুসারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

এদিকে, এই বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে৷ আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে। তবে প্রকাশকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি  চুড়ান্ত  করা হবে। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়