মঙ্গলবার

০২ সেপ্টেম্বর ২০২৫


১৮ ভাদ্র ১৪৩২,

০৮ রবিউল আউয়াল ১৪৪৭

এবার করোনা পরীক্ষার অ্যান্টিবডি টেস্টের অনুমতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩০, ২৪ জানুয়ারি ২০২১  
এবার করোনা পরীক্ষার অ্যান্টিবডি টেস্টের অনুমতি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

ঢাকা (২৪ জানুয়ারি): অবশেষে দীর্ঘ বিতর্কের পর সরকার দেশে করোনাভাইরাস পরীক্ষার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস বিফিংয়ে বলেন, “অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। এটা অনেকেরই দাবি ছিল।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটা চালু হয়ে গেল।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারত থেকে ২০ লাখ করোনার ভ্যাকসিন আমরা পেয়েছি। কাল আরো ৫০ লাখ  ভ্যাকসিন আসবে বলে আশা করছি। এজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে কোভিড ১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকরা অ্যান্টিবডি পরীক্ষার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, দেশে ভ্যাকসিন দেয়ার আগে অ্যান্টিবডি টেস্ট চালু করা দরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়