শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

দেশে প্রথম করোনা টিকা নেবেন একজন নার্স, শুরু ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৯, ২৩ জানুয়ারি ২০২১  
দেশে প্রথম করোনা টিকা নেবেন একজন নার্স, শুরু ২৭ জানুয়ারি

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৩ জানুয়ারি): দেশে করোনাভাইরাসের প্রথম টিকা নেবেন একজন নার্স। তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে কর্মরত। এই নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে আগামি ২৭ জানুয়ারি কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়্যাল মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। 

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান শুরু পরের কয়েকদিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রি হাসপাতালের ৪শ থেকে ৫শ স্বাস্থ্যকর্মীদের  পরীক্ষামুলক এই টিকা দেওয়া হবে। 

দেশব্যাপী টিকার নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। আগামি ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকার কার্যক্রম শুরু হবে। 

ভারত থেকে শুভেচ্ছা হিসাবে পাঠানো প্রায় ২০ লাখ ডোজ টিকা গত বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে। এছাড়া ভারত থেকে টিকা আগামি ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আসবে বলে সরকারের  তরফ থেকে জানানো হয়। 

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের কোভিশিল্ড নামের টিকাটি ভারতের সেরাম ইন্সটিটিউট তৈরি করছে। বাংলাদেশ এই প্রতিষ্ঠান থেকে তিন কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়