শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চাল আমদানিতে এলসি খোলার সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪২, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৫৩, ২৩ জানুয়ারি ২০২১
চাল আমদানিতে এলসি খোলার সময় বৃদ্ধি

ফাইল ছবি

ঢাকা (২৩ জানুয়ারি): বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান কৃর্তক লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠা চালের বাজার নিয়ন্ত্রণ করতে চাল আমাদানির সিদ্ধান্ত নেয় সরকার। এমনকি বাজার স্থিতিশীল করতে আমদানরি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করে সরকার । তবে চালের বাজারে এর কোন প্রভাব পরেনি, বরং ৫০ কেজির প্রতিটি বস্তায় চালের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। নিত্যদিনকার পণ্যটি কিনতে ভোগান্তিতে পড়তে হচ্ছে দেশের সাধারণ মানুষদের।

প্রসঙ্গত, চালের মজুদ হ্রাস এবং বন্যার কারণে ধানের উৎপাদন কমে যাওয়ায় সরকার চাল আমদানিতে শুল্ক কমিয়েছে। স্থানীয় বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের আরও বেশি চাল আমদানির সুযোগ দিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

এরপর চাল আমদানিতে ইচ্ছুক ব্যবসায়ীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১০ জানুয়ারি। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই করে অনুমতিও দিয়ে দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ১০ থেকে ৫০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে সব চাল এনে বাজারজাত করতে হবে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়