শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৪৩, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ০২:০২, ২২ জানুয়ারি ২০২১
অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না: ডিএনসিসি মেয়র

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২১ জানুয়ারি): বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেকশন ১১ এর এভিনিউ ৩ এর ৪ নম্বর রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে ৪ নম্বর সড়কের দুই পাশের প্রায় চার শতাধিক স্থায়ী, অস্থায়ী, ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে কাঁচা বাড়ি, পাকা বাড়ি, দোকান-পাট, তোরন, শেড ইত্যাদি ছিল।

এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-২) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

দুপুরে এক সংবাদ সম্মেলনে মেয়র আতিক বলেন, 'এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা, কিন্তু আমরা এতদিন প্রশস্ত করতে পারিনি। অনেক আগেই এই সড়কটি প্রশস্ত করার কথা থাকলেও আমরা তা পারিনি। আজকে এই এলাকার জনগণের সহায়তায় এই রাস্তাটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছি।'

মেয়র আরো বলেন, ‘ কিছুদিন আগে ভাষানটেক বাজার থেকে পকেট গেটের দিকে রাস্তার দুই পাশে বেশ কিছু বাড়িঘর ভেঙ্গে রাস্তাটি প্রশস্ত করেছি। সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাড়িও রেহাই পায়নি। আমাদের আজকের মেসেজ হচ্ছে, অবৈধ দখলদার যে-ই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’

দখলদারদের নোটিস প্রদান প্রসঙ্গে মেয়র বলেন, ‘সরকারের বৈধ জায়গা অবৈধভাবে দখল করে রাখলে নোটিস ছাড়াই উচ্ছেদ করা হবে। নোটিস দিতে গেলে ঢাকা শহরে কোন কাজ করা যাবে না। অবৈধভাবে দখল করে রাখলে সে জন্য আমি দায়ী না, সিটি কর্পোরেশন দায়ী না, বরং যে দখল করে রেখেছে সে দায়ী।’

এই উচ্ছেদের পরপরই এই রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হবে এবং কালশীর প্যারালাল রোড হিসেবে এটি ব্যবহৃত হবে। এর ফলে বিমান বন্দরের দিকে খুব সহজেই যাওয়া যাবে বলে জানান মেয়র ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়