শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সবার আগে আমি ভ্যাকসিন নেবো: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫১, ২২ জানুয়ারি ২০২১  
সবার আগে আমি ভ্যাকসিন নেবো: অর্থমন্ত্রী

ছবি: ফাইল ফটো

ঢাকা(২১ জানুয়ারি): করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার  বিকালে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনার ভ্যাকসিন নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিবো, অবশ্যই নিবো। আমি সবার আগেই নিবো। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে। যারা বয়স্ক, আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক আমার লাগবে। 

সরকার যে ভ্যাকসিন আনছে সেটাি নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার যেটা আনছে সেটাই নেবো। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একি কোম্পানীর ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়