শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

মাঘের বৃষ্টি বাড়াবে শীত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩২, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:২৯, ২০ জানুয়ারি ২০২১
মাঘের বৃষ্টি বাড়াবে শীত

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২০ জানুয়ারি): মাঘের প্রথম সপ্তাহেই যেন জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা নেই গত কয়েকদিন ধরেই। বুধবার  সকালে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস না থাকলেও বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে , বুধবার ময়মনসিংহ, সিলেট, ঢাকা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা বা গুঁড়ি গুঁজি বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও ‍দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যহত থাকতে পারে।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে চট্টগ্রামের সীতাকুন্ডে  ১১.৩ ডিগ্রী সেলসিয়াসে । এছাড়া রাজধানীর সর্বনিম্ন তাপমা্ত্রা নামতে পারে ১৬.৫ ডিগ্রী সেলসিয়াসে এবং তাপমাত্রা সর্বোচ্চ বাড়তে পারে ২৬.৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।

এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশের আকাশ মেঘলা থাকবে আরও দু–তিন দিন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়